নাটোরের নলডাঙ্গায় এক দিনমজুর কৃষকের দুইটি গরুসহ গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর কৃষক জাবেদ আলী।
শুক্রবার(৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে নলডাঙ্গা উপজেলার পিপরুল জামতৈল গ্রামের কৃষক জাবেদ আলীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ করেই কৃষকের বাড়িতে গরুর গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে। এতে মুহূর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আধা ঘন্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গোয়াল ঘরে থাকা দুইটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। এছাড়া অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে সর্বত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক জাবেদ আলী জানান, ভ্যান চালিয়ে অনেক কষ্টে গরু দুইটি লালন-পালন করেছি। সামনে কোরবানির ঈদে বিক্রির জন্য গরু দুইটি মোটাতাজা করছিলাম। দুটি গরু প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা দামে বিক্রি হতো। গত রাতে আগুনে আমার একমাত্র অবলম্বন গরু দুইটি পুড়ে মারা গেছে। আমি কি করে চলবো এখন। এ অবস্থায় কৃষক জাবেদ আলী জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে যাবার মাঝ পথেই আগুন নিয়ন্ত্রন করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ফিরে আসেন। এতে আগুনে দুইটি গরুসহ গোয়াল ঘর পুড়ে গেছে বলে এ কর্মকর্তা জানান।