ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাব-১২’র সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে প্রয়াত এমপির গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার

সিরাজগঞ্জে প্রয়াত এমপির গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রয়াত এক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়ী থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় গাড়ির চালক সুজন হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। সে চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

রোববার দুপুরে র‌্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১২’র অধিনায়ক মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই গাড়িটি (রেজি: নং ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) থামানোর সিগন্যাল দেয়া হয়। এ সিগন্যালে গাড়িটি থামিয়ে ওই গাড়ির চালক সুজন হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তার দেয়া তথ্যর ভিত্তিতে ওই গাড়ীর তেলের ট্যাংকির ভেতর থেকে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার করা হয়। এ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যাচাই বাছাই করা হয়েছে। এ যাচাই বাছাইয়ে দেখা যায় ওই গাড়ী প্রয়াত এক এমপির। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ফেনসিডিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত