বান্দরবানের লামা থেকে ৩ কেজি ৬০০ গ্রাম আফিমসহ হ্লামং মারমা নামের একজনকে আটক করেছে র্যাব। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইয়াংছা ছোটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হ্লামং মারমা (৩৮) ওই এলাকার মংচাই মারমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে হ্লামং মারমার বাড়িতে অভিযান চালানে হয়। এসময় তার বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় ব্যাগে লুকায়িত ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ আফিম এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা।
আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ২০২৩ সালে র্যাব-১৫ কর্তৃক বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানের মাধ্যমে অন্যান্য মাদকের পাশাপাশি সর্বমোট ১৪ কেজি ৮৪৫ গ্রাম আফিম উদ্ধার করা হয়।