সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মটোরসাইকেলসহ যুবক আশাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই উপজেলার চালিতাডাঙ্গা তালুকদারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাই ডিসকভার মটোর সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, এ উপজেলাসহ আশপাশ এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি মটোর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসব চুরি যাওয়া মটোর সাইকেল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে।