মানিকগঞ্জের হোটেলে বিক্রি হচ্ছিল পঁচা বাসি মাংস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা শহরের রাজ হোটেল, বাসস্ট্যান্ডের ভাই ভাই হোটেল ও সদর উপজেলার অরঙ্গাবাদ এলাকার অবাক চা এন্ড রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ, পঁচা ও বাসি খাবার, নোংরা পরিবেশ, লাইসেন্স না রাখা, কাচা রান্না করা খাবার একসাথে রাখার অপরাধে রাজ হোটেলকে ১লাখ টাকা, ভাইভাই হোটেলকে ১লাখ টাকা ও অবাক রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অফিসার, মো. নূর-ই-আলম সোহাগ, জেলা ও সদর স্যানেটারি ইন্সপেক্টর।

অভিযানের জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।