মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে ১জনকে কারাদণ্ড এবং হাইট্রলির দুই ড্রাইভারকে জরিমানা করা হয়েছে। 

সোমবার দুপুরে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাচকলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন বলেন, পাঁচ কলিয়া এলাকায় অবৈধভাবে মাটি বাণিজ্য করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিলকালিদহ এলাকার ভেকু মালিক নুরুল ইসলামকে (৪৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। লাইসেন্স ও রুট পারমিট ব্যতীত গাড়ি চালানোর অপরাধে কলিয়া এলাকার হাইট্রলি ড্রাইভার রাব্বি হাসান (১৯) ও আগ কলিয়া এলাকার সাদ্দাম হোসেনকে (৩৩) অর্থদণ্ড দেওয়া হয়। তাদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত  থাকবে বলেও জানান সহকারী কমিশনার এস. এম ফয়েজ উদ্দিন।