ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী ফরিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। সে একই এলাকার কৃষ্ণপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী থেকে গাজীপুরগামী ১টি ট্রাকযোগে ১ ব্যক্তি ফেন্সিডিল নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উল্লেখিত স্থানে র‌্যাব সদস্যরা অবস্থান নেয়। এ সময় গজীপুরগামী (ঢাকা মেট্রো-ন-১৩-৭৩০৯) ট্রাকটি থামানো হয় এবং ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লেখিথ ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত