বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী ফরিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে একই এলাকার কৃষ্ণপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী থেকে গাজীপুরগামী ১টি ট্রাকযোগে ১ ব্যক্তি ফেন্সিডিল নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উল্লেখিত স্থানে র্যাব সদস্যরা অবস্থান নেয়। এ সময় গজীপুরগামী (ঢাকা মেট্রো-ন-১৩-৭৩০৯) ট্রাকটি থামানো হয় এবং ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লেখিথ ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।