ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনায় ট্রলার থেকে ১৩০ মণ জাটকা জব্দ

মেঘনায় ট্রলার থেকে ১৩০ মণ জাটকা জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৫ হাজার ২০০ কেজি (১৩০ মণ) জাকটা জব্দ করেছে কোস্টগার্ড। একই সময় জাটকার সঙ্গে থাকা ৭ ব্যাক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার চাঁদপুর সাব লেফটেন্যান্ট ফজলু হক এর নেতৃত্বে হাইমচর উপজেলার ইশানবালা মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শরীয়তপুর হতে ইশানবালাগামী একটি কাঠের ট্রলার তল্লাশি করে আনুমানিক ৫ হাজার ২০০ কেজি (১৩০ মণ) জাটকাসহ ৭ জনকে আটক করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মুল্য টাকা ১৫ লাখ ৬০ হাজার টাকা।

তিন আরও বলেন, জব্দকৃত জাটকা চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত