ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নিজপুমবাইল গ্রাম থেকে নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠেছে মোহাম্মদ আলী (৩৫) নামে এক কৃষকের লাশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। সে চরপুবাইল গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী গত (১০ ফেব্রুয়ারি) রবিবার মায়ের বিধবা ভাতার খোঁজ নিতে ইউনিয়ন পরিষদে যায় এরপর থেকে তিনি নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায় না। ৪ দিন পর চরপুবাইল গ্রামের আঃ হাসেমের পুকুরে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুকুর থেকে লাশ উদ্ধার করে।
নিহত মোহাম্মদ আলীর বড় ভাই মো: সিদ্দিক মিয়া জানান, আমার ভাই দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার ও মৃগী রোগে ভোগছিলো।
উল্লেখ্য নিহত মোহাম্মদ আলী ২ টি বিয়ে করেন। তার অসুস্থতার কারণে ১ম স্ত্রী ছেড়ে গেছে। ২য় স্ত্রী চট্টগ্রামে কোন এক গার্মেন্টসে কর্মরত আছে বলে জানা যায়।
বড়হিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল হক ভূঞা মিলন বলেন, পুকুরে লাশ ভেসে উঠেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।