ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশগ্রহণ করবে ২১হাজার পরিক্ষার্থী

মানিকগঞ্জে এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশগ্রহণ করবে ২১হাজার পরিক্ষার্থী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এতে মানিকগঞ্জের ৩৬টি কেন্দ্রে ২১ হাজার ২৫২ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বোর্ডের রুটিন অনুসারে ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এ পরিক্ষা শেষ হবে ১২ মার্চ। আর ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যাবহারিক পরীক্ষা।

ইতোমধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ১৩ ফেব্রুয়ারী থেকে ১২ মার্চ পর্যন্ত জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

জেলা শিক্ষা অফিসার মো.আমির হোসেন জানান, পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরিক্ষা দেবে।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার 'আলোকিত বাংলাদেশ'কে বলেন, বরাবরের মত এবারও আমরা পরিক্ষার জন্য আনুষঙ্গিক যতধরনের সভা সমিতি করা যায় বা সংশ্লিষ্ট সকলকে নিয়ে যে ধরনের ব্রিফ প্রয়োজন সেটা আমরা দিয়ে দিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। আশা করছি অত্যন্ত সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারবে।

এসএসসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত