সিরাজগঞ্জে আজ ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলের চাহিদা থাকলেও দাম বেশি থাকায় বিশেষ করে বসন্তের প্রেমিকরা হতাশ। এ নিয়ে শহরাঞ্চলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আন্তজার্তিক ভালবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেল থেকে জেলা শহরের এ্যাডভোকেট কর্নার এলাকায় ফুল ঘরগুলোতে তরুণ তরুণীদের ভিড় জমে উঠেছে।
এছাড়াও জেলার সবকয়টি উপজেলাসহ অনান্য স্থানেও গোলাপ, রজনীগন্ধাসহ বিভিন্ন রকমের ফুল বিক্রি হচ্ছে এবং ফুল ঘরে রিমেন্ডেরা গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০-৪০ টাকা, ক্যাপ গোলাপ ৪০-৫০ টাকা, চায়না গোলাপ ৪০ টাকা, গøাডিওলাস ২০-২৫ টাকা, জারবেরা ১৫-২০ টাকা, রজনীগন্ধা ১৫-২০ টাকা, হাত তোরা ৭০ টাকা, গাদা প্রতি হাজার ৩০০-৮০০, চন্দ্রমল্লিকা প্রতি পিচ ৩-৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফুল ব্যবসায়ীরা বলছেন, একই দিনে আন্তজার্তিক ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, সরস্বতী পূজা ও বৃহস্প্রতিবার এসএসসি পরীক্ষার জন্য এই ফুল বিক্রি কিছুটা কম হয়েছে। এ দিবস ঘিরে প্রেমিক প্রেমিকা ও যুবক যুবতীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দিনভর শহরের হার্ডপয়েন্ট, চায়না বাঁধ, রাসেল পার্ক, ইকোপার্ক, চড়–ই মুড়ই পার্ক, বড়ইতলা পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান প্রেম নগরে পরিণত হয়েছে এবং একে অপরকে ফুল বিনিময় করে ভালবাসর স্বাক্ষী হিসেবে সেলফিও তুলছে তারা।