ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সত্যি কথা না বলতে বলতে আমাদের সাহস কমে যাচ্ছে : মেয়র আইভী

সত্যি কথা না বলতে বলতে আমাদের সাহস কমে যাচ্ছে : মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘অনেক করে চেয়েছিলাম নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় হোক। আমরা পৌর আমল থেকেই চেষ্টা করেছিলাম, কিন্তু একা পারিনি। পরে রাজীব সাহা জানালো সে ভার্সিটি করতে চায়, আমি শুনে সানন্দে রাজি হলাম। তারা যেই মান নিয়ন্ত্রণ করছে তা সরকারি অনেক সংস্থাই করতে পারে না। আমার নারায়ণগঞ্জের গর্ব মনে করি এই বিশ্ববিদ্যালয়টি। শুধু লেখাপড়া করে নিজের রেজাল্ট গড়ে বিদেশে চাকরিতে চলে গেলেই ভালো ছাত্র হয়না। দেশকে ভালোবাসা ও দেশকে তুলে ধরা এবং দেশের মানুষের পাশে থাকার ইতিহাস রণদা প্রসাদ শিখিয়ে গেছেন।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসব, নবীন বরণ ও পিঠা উৎসবে এসে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিন্দ্র কুমার রায়, রেজিস্ট্রার হিরেন্দ্র চন্দ্র, সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মো. আসাদুজ্জামান প্রমুখ।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, ‘সত্যি কথা না বলতে বলতে আমাদের সাহস কমে যাচ্ছে। সাহস, সততা, মানুষের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থাকলে সে মানুষ হিসেবে ভালো থাকতে পারে। আমার মতে সেই প্রকৃত ধার্মিক যার ভেতর মানুষের প্রতি ভালোবাসা আছে। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়লেন বা সকাল সন্ধ্যা আরতি দিলেন, কিন্তু মানুষের কল্যানে কাজ করলেন না। মানুষের মধ্যে ধর্মীয় বা ধনী গরীব বিভেদ করলেন। তখন আপনার নামাজ আর আরতি কাজে আসবে না। মানুষের প্রতি ন্যায়পরায়ন হলে আপনাদের ভেতর প্রতিহিংসা কাজ করবে না।’

শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার আহবান জানিয়ে বলেন, ‘এখন আমরা শুধু নিজেদের কথা চিন্তা করি। একটা সত্য কথা হচ্ছে, এত ধর্মীয় কার্যক্রম হয়। কিন্তু তারপরেও দেশ থেকে ঘুষ কমেনি, দুর্নীতি কমেনি। এমনও আছে একহাতে ঘুষ নিয়ে তারপরে নামাজে যাচ্ছে বা পূজা দিচ্ছে। তাহলে বুঝতে হবে প্রকৃত শিক্ষা তাদের ভেতরে নেই। কোটি কোটি টাকার সম্পদ গড়েও গরীবের সহায়তায় হাত বাড়ায় না এমন বহু মানুষ আছে। আপনাদের বলার কারন, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যদি সৎ ভাবে গড়ে উঠেন তাহলেই আমাদের দেশ ভালো থাকবে।’

মেয়র আইভী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত