কক্সবাজারে তিন করাতকলকে জরিমানা

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৯ | অনলাইন সংস্করণ

  স্টার রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার শহরের আশপাশে অবৈধভাবে গড়ে উঠা করাতকল বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে লাইসেন্স নবায়ন না থাকাসহ নানা অপরাধে তিনটি করাতকলকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত করাতকল গুলোর মধ্যে মেসার্স শফি স’মিল ও মেসার্স নুরুল হক স’মিলকে ১০ হাজার করে মোট ২০ হাজার ও মেসার্স সেলিম স’মিলকে ৫ হাজার টাকা। মঙ্গলবার কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী এই দণ্ড প্রদান করেন।

কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় সহকারী বন সংরক্ষক (এসিএফ)  শ্যামল কুমার ঘোষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহাস বলেন, লাইসেন্স নবায়ন না করায় অনেক করাতকল ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে