মানিকগঞ্জে আইন অমান্যকরে ইটভাটা পরিচালনা করায় ৫টি ভাটায় অভিযান পরিচালনা করে ২৮লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হরিরামপুর উপজেলার মেসার্স আমিন ব্রিকস ও মেসার্স সততা ব্রিকসকে ৫লাখ টাকা জরিমানা করা হয়। স্বাধীন ব্রিকস ও সাটুরিয়া উপজেলার মেসার্স ফৌজিয়া ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকসকে ৬লাখ টাকা করে মোট ২৮লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিটি ইটভাটার কিছু অংশ ভেঙে ও ফায়ারসার্ভিস দিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রকৌশলী কাজি তামজিদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রাজ্জাক ও তানজীর আহমেদ ও সিনিয়র কেমিস্ট এ. কে. এম, ছামিউল আলম কুরসি।
অভিযানে জেলা পুলিশ ও ফায়ারসার্ভিস ইউনিটের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যহ্যত থাকবে বলে জানা গেছে।