ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা 

মানিকগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা 

মানিকগঞ্জে আইন অমান্যকরে ইটভাটা পরিচালনা করায় ৫টি ভাটায় অভিযান পরিচালনা করে ২৮লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হরিরামপুর উপজেলার মেসার্স আমিন ব্রিকস ও মেসার্স সততা ব্রিকসকে ৫লাখ টাকা জরিমানা করা হয়। স্বাধীন ব্রিকস ও সাটুরিয়া উপজেলার মেসার্স ফৌজিয়া ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকসকে ৬লাখ টাকা করে মোট ২৮লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিটি ইটভাটার কিছু অংশ ভেঙে ও ফায়ারসার্ভিস দিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রকৌশলী কাজি তামজিদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রাজ্জাক ও তানজীর আহমেদ ও সিনিয়র কেমিস্ট এ. কে. এম, ছামিউল আলম কুরসি।

অভিযানে জেলা পুলিশ ও ফায়ারসার্ভিস ইউনিটের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যহ্যত থাকবে বলে জানা গেছে।

মানিকগঞ্জ,জরিমানা,ইটভাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত