সিরাজগঞ্জে আসামি ছিনতাই মামলায় গ্রেফতার ৫ 

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাঁতী গ্রামে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো- ওই গ্রামের হায়দার আলী (৪০), রতন আলী (৩৫), শহিদুল ইসলাম (৩৮), জাহাঙ্গীর আলম (২৭) ও জাকারিয়া শেখ (২৫)। রায়গঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত গ্রামের আবুল বাশার ওরফে বকুল শেখ (৪০) প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। এ মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং গ্রেফতারি পরোয়ানা ওই আসামীকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলশ। তাকে থানায় নিয়ে আসার পথে ওই গ্রামেই পুলিশের কাছ থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় স্বজনরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে।

এ ব্যাপারে এএসআই জিয়াউর রহমান বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং পরদিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ছিনিয়ে নেয়া ওই আসামিকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।