ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রকাশ্যে ধূমপান করা যাবে না, করলেই আইনগত ব্যবস্থা : সিমিন হোসেন রিমি

প্রকাশ্যে ধূমপান করা যাবে না, করলেই আইনগত ব্যবস্থা : সিমিন হোসেন রিমি

ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। শতকরা ৩০% লোকের ক্যান্সার হয় ধূমপানের কারণে। যিনি ধূমপান করেন তার চেয়ে বেশি ক্ষতি হয় ধূমপাইর পাশে থাকা ব্যক্তির, কারণ সে ওই সিগারেটের ধোয়াটাও নিচ্ছে সঙ্গে তার কার্বন—ডাই—অক্সাইডও নিচ্ছে সেজন্য ধূমপানের চেয়ে পাশে থাকা ব্যক্তির ক্ষতি বেশি হয়। তাই মানুষকে ধুমপান থেকে এবং প্রকাশ্যে ধূমপান থেকে সতর্ক করতে হবে প্রয়োজন বোধে প্রকাশ্যে ধূমপান করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় মঞ্চে উপস্থিত থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। গাজীপুরের কাপাসিয়ায় আজ শুক্রবার দিনব্যাপী শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালী, কাপাসিয়া উপজেলা ক্যান্সার সেন্টার উদ্বোধন, মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।

উপজেলার টোক ইউনিয়নের শরীফ মমতাজ উদ্দিন আহম্মেদ কলেজ মাঠে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সংগঠনের প্রচার সম্পাদক ডাক্তার রাহনুমা পারভীন এর পরিচালনায়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যান্সার বিশেষজ্ঞ ও শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার পারভিন সাহিদা আক্তার। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ডাক্তার সিগুপ্তা কবির, মারুফা হোসেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নারী ভাইসচেয়ারম্যান রৌশনারা সরকার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিছ ইসলাম, টোক ইউপি চেয়ারম্যান এম এ জলিল, উপজেলা আওয়ামীলীগের যোগ্ম সম্পাক মাহাবুবউদ্দিন আহােম্মেদ সেলিম, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স গন। সকাল থেকেই ডাক্তারগন চিকিৎসা দিতে থাকেন সন্ধা পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়। এসময় নরী—পুরুষ মিলে ৬ শতাধীক ক্যন্সার আক্রান্ত ব্যাক্তিকে চিকিৎসা সেবা দেয়া হয়।

ধূমপান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত