চবি জাদুঘরের উদ্যোগে ‘দেশে-দেশে বর্ণমালা ও একুশে সংকলন’ প্রদর্শনীর উদ্বোধন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় জাদুঘরের উদ্যোগে চবি জাদুঘরের প্রদর্শনী কক্ষে দু’সপ্তাহ ব্যাপি (১৫-২৯ ফেব্রæয়ারি) ‘দেশে-দেশে বর্ণমালা ও একুশে সংকলন’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রæয়ারি) বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. শিরীণ আখতার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জাদুঘর এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ। এসময় উপাচার্য বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনার জন্ম দিয়েছে এ জাতি। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষা। পৃথিবীর অসংখ্য ভাষার মধ্যে আমাদের মাতৃভাষা বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে; এটা অত্যন্ত গৌববের বিষয়। উপাচার্য পৃথিবীর বিভিন্ন ভাষার ভিন্ন ভিন্ন বর্ণমালা, বাংলাদেশের বিভিন্ন ভাষার বর্ণমালাসহ গুরুত্বপূর্ণ একুশে সংকলন নিয়ে প্রদর্শনীর আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধন শেষে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
#রিপোর্ট:চট্টগ্রাম ব্যুরো