মাত্র দেড় বছরে কুরআনের হাফেজ দুই ছাত্রকে রাজকীয় বিদায়

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় মাত্র দেড় বছরে কুরআনের হাফেজ দুইজন ছাত্রকে রাজকীয়ভাবে বিদায় দিলেন মাদরাসা কমিটি।

শনিবার সকালে দিঘীরহাট নুরুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসায় বিদায় অনুষ্ঠান ঘিরে হাফেজ দুইজন ছাত্রকে ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। মাদরাসা কমিটি ও শিক্ষক হাফেজ ছাত্র দুইজনকে ফুলের মালা পরিয়ে বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেন।

আয়োজকরা তাদেরকে সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, মাদরাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কমিটির সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, সম্পাদক শামসুল হক বাবু, শিক্ষক হাফেজ ইমানুর রহমানসহ আরও অনেকে।

মাত্র দেড় বছরে কুরআনের হাফেজ হওয়া দুইজন হলেন, পাটগ্রমা উপজেলার কুচলিবাড়ী গ্রামের শামসুল হক এর ছেলে মো: রমজান আলী ও সফিকার রহমান এর ছেলে মো: আব্দুর রহমান।