মানিকগঞ্জে বালু মহাল বন্ধ ও গ্রাম রক্ষার দাবীতে মানববন্ধন 

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৭ | অনলাইন সংস্করণ

  দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর বেউথা-পৌলি বালু মহাল ইজারা বন্ধ ও আন্ধারমানিক-জয়নগর রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ৮ নং পৌরবাসী।

শনিবার সকাল ১১টায় মানিকগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের আন্ধার মানিক-জয়নগর এলাকার কালিগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল মালেক, প্রণয় কুমার বিশ্বাস, আনন্দ কুমার বালো ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ।

মানববন্ধনে বক্তারা, কালিগঙ্গা নদীর বেউথা ও পোলি মৌজায় বালু মহল ইজারা বন্ধের দাবি জানান। অবাধে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি নদীগর্ভে চলে গেছে বলে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, অপরিকল্পিতভাবে ড্রেজ্রিং করে বালু উত্তোলনের ফলে তাদের বাপ দাদার কৃষি জমি ভেঙে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, মেয়র ও এমপির কাছে বালু মহাল বন্ধের জোর দাবি জানাই। নতুন করে যেন আর বালু মহাল ইজারা না দেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন করেন। বক্তারা কৃষি প্রধান এ দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।