সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামে অভিযান চালিয়ে ৫টি চোরাই মটোর সাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতাররা হলো- ওই গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘী গ্রামের রুবেল (২৫)। র্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংঘবদ্ধ চক্রের সদস্যরা সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল কৌশলে চুরি করে আসছিল দীর্ঘদিন ধরে। পরবর্তীতে তারা বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।