ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ে সৌর সড়ক বাতি প্রকল্পের শুভ উদ্বোধন 

বীরগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ে সৌর সড়ক বাতি প্রকল্পের শুভ উদ্বোধন 

শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অফিস সংলগ্নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্টের অর্থায়নে এবং বীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে বীরগঞ্জ পৌর এলাকায় ২ কোটি টাকা ব্যয়ে পৌর সৌর সড়ক বাতি স্হাপন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেন দিনাজপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।

উদ্বোধন কালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে সকল প্রকার উন্নয়ন ধারাবাহিক ভাবে হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল প্রকার কার্য়ক্রম হাতে নিয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

এসময উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাইদ সরকার, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ তুষার, মোঃ মাহাফুজুর রহমান, প্যানেল মেয়র মোঃ আব্দুল্লাহ আল মামুন হাবীব, কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, মোঃ আব্দুল আহাদ, মোঃ মেহেদী হাসান, বনমালী রায, মোঃ তাইজ উদ্দিন, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেনসহ আরো অনেকে।

বীরগঞ্জ,প্রকল্প,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত