নেত্রকোণার বারহাট্টায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্প -এর আওতায় বারহাট্টা উপজেলা কৃষি দপ্তরের পক্ষ হতে রোববার উপজেলার পাড়া-গড়মা গ্রামে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নূরুজ্জামান। বারহাট্টা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পালের সঞ্চালনায় কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মো: তাজুল ইসলাম পাটোয়ারী প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নেত্রকোণার প্রকল্প পরিচালক কৃষিবিদ মো: জিয়াউর রহমান, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সালমা আক্তার, নেত্রকোনা জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজু, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ (উদ্যান) এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সাধন কুমার গুহ মজুমদার, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ (শস্য) এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল আউয়াল, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের জিপিডি মোঃ মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার আজাদ ও শাহিনুর আক্তার শায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিুবল হাসান, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মো: আব্দুল কাদের, সফল কৃষক বরুহাটী গ্রামের মাহমুদুল হাসান, রসুলপুর গ্রামের সন্তোষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল হাসান জানান, ফসলের নিবিড়তা বৃদ্ধি কল্পে সরকারের গৃহীত কৌশল সম্পর্কে কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলাই লক্ষ্যে কর্মশালার লক্ষ্য। আজকের কর্মশঅলায় কৃষক, জনপ্রতিধি ও গণমাধ্যমকর্মীসহ সহ বিভিন্ন স্টেকহোল্ডারের ১৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নারী কৃষক ছিলেন ৩০ জন।