ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামুতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

রামুতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

কক্সবাজারের রামুতে ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। এসময় রামুর ছয় ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওইসময় একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) কাজী তামজীদ আহমেদ।

সূত্রমতে, এই অভিযানে রামু উপজেলার চাকমারকুল, পশ্চিম মেরংলোয়া ও খুনিয়াপালংসহ ৬ টি ইটভাটাকে ২১লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেয়া পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক ফাইজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) কাজী তামজীদ আহমেদ বলেন,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ভাটাকে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মুসাইব ইবনে রহমান, সহকারি পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র কেমিস্ট আব্দুস সালাম সহ আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র মতে, কক্সবাজারে ৮৬ ইটভাটার মধ্যে ৪৬ টি অবৈধ।

রামু,ইটভাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত