ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার সমুদ্র সৈকতে দুই পয়েন্টে ‘বঙ্গবন্ধু বীচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বীচ’ নামকরণ

কক্সবাজার সমুদ্র সৈকতে দুই পয়েন্টে ‘বঙ্গবন্ধু বীচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বীচ’ নামকরণ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দুইটি পয়েন্টের নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই দুইটি পয়েন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু বীচ’ ও বীর মুক্তিযোদ্ধা বীচ’। এর মধ্যে সুগন্ধা পয়েন্টকে ‘বঙ্গবন্ধু বীচ’ এবং সুগন্ধা-কলাতলী পয়েন্টের মাঝখানের খালি জায়গাটি ‘বীর মুক্তিযোদ্ধা বীচ’ নামকরণ করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখার সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া নামকরণের জন্য আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টকে ‘বঙ্গবন্ধু বীচ’ এবং সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝখানের খালি জায়গাটি ‘বীর মুক্তিযোদ্ধা বীচ’ নামকরণে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হলো।’

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, প্রজ্ঞাপনটি হাতে পৌঁছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজার,মুক্তিযোদ্ধা বীচ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত