দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করায় এ পদটি শূন্য হয়। এ কারণে বিধিমতে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে জেলার ৮৩টি ইউনিয়ন পরিষদ, ৯টি উপজেলা পরিষদ, ৭টি পৌর পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট প্রয়োগ করবেন। তাদের ভোটেই নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেণ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা পিপি আব্দুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, শাহজাদপুর আ’লীগ নেতা আব্দুর রহমান, কাজিপুর আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জামান আলো, জান্নাত আরা তালুকদার হেনরী এমপির স্বামী শামীম তালুকদার লাবু, এপিপি শওকত আলী সেলিম ও মালয়েশিয়া আ’লীগ নেতা মকবুল হোসেন মুকুল। জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, আগামী বৃহস্প্রতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আগামী ৯ মার্চ এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জেলার ৯টি ভোটকেন্দ্রে ১১৯৬ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যেই এ নির্বাচনে সবধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।