সিরাজগঞ্জের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কাজিপুর প্রেসক্লাবের সামনে এ অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাজিপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ অবৈধ বালু উত্তোলন থামছেই না।
এ কারণে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন এবং মঙ্গলবার বিকেলে এ মানববন্ধন করেছে যমুনা তীরবর্তী মাছুয়াকান্দি, খুদবান্দী ও সাউদটলা গ্রামের ৩ শতাধিক নারী পুরুষ এবং কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একপাশে অবস্থান নেয় তারা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অবৈধভাবে যমুনা নদীর তীররক্ষা প্রকল্পের কাছে জেগে ওঠা চর কেটে নেয়া বন্ধের দাবী জানান তারা। মানববন্ধনে অংশ নিয়ে বীরমুক্তিযোদ্ধা শাহা আলীসহ অনেকেই বলেন, এভাবে বালু উত্তোলন করলে তীররক্ষা বøকের গোড়া আলগা হয়ে যাবে এবং যেকোন সময়ে ওই তীররক্ষা বøকে ধস নামতে পারে। জরুরী ভিত্তিতে এ অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, এ অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি এবং বালু দস্যুদের ধরে নিয়মিত মামলা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।