কাপাসিয়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০ | অনলাইন সংস্করণ

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ বেদিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন, কাপাসিয়া প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিস্ট পার্টি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, নির্মান শ্রমিক ইউনিয়ন, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং এসএসসি-৮৬ ও ৯৪ ব্যাচ , কাপাসিয়া ডিগ্রি কলেজ, হরিমঞ্জরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পূস্পস্তবক অর্পণ করা হয়েছে।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা ফকির ও ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ খানের পরিচালনায় এবং কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলার সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।