ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ ওসমান গনি, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরীল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ মানুষ মোঃ সিদ্দিক হোসেনসহ সকল কর্মকর্তাগন।

এছাড়াও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদের প্রতি নিরবতা পালন করেন।

দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শিশুদের চিএাংঅংকনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।

বীরগঞ্জ,মাতৃভাষা,উদযাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত