নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে নানা আয়োজনে মহান ২১ শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া- মুনাজাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে চৌমুহনী কেন্দ্রায়শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার বেগমগঞ্জ উপজেলা শিল্পকলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।
বিশেষ অতিথি হিসেবে চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদা সাইফুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিন্নাত, এডভোকেট আনাসারী, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, চৌমুহনী পৌরসভার নিবাহী প্রকৌশলী মোজ্জামেল হক, নিবাহী কর্মকতা জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে সভাপতি মানিকভূঁইয়া, ট্রাক মালিক সমিতি সাধারন সম্পাদক ফারুক আহমেদসহ অনেকেই মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অনু্ষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাথীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।