ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটের কারের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো. শরীফ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের সাহাপুর মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক শরীফ ঈশ্বরদীর আওতাপাড়ার জামাল মিয়ার ছেলে।

জানা গেছে, পাকশীর রুপপুর থেকে ৬ যাত্রী নিয়ে আওতাপাড়ায় যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের মাঝে চলে আসে। এ সময় আওতাপাড়া থেকে রুপপুরগামী প্রাইভেটকারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের জল্লাদখালি পাড়ার মজিবুর রহমানের ছেলে মোহাম্মাদ মিল্টন, ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের সোহরাব প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক, পাবনার দাপুনিয়ার আজাহার প্রামানিকের ছেলে উজির হোসেন, প্রাইভেটকারের যাত্রী পাবনা সদর থানার বাগচিপাড়ার আব্দুল মান্নানের মেয়ে আখি খাতুন ও কামালপুর গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সুমন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিশাত হাসনা আনজুম জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ঈশ্বরদী,দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত