শীতের পরবর্তী সময়ে সিরাজগঞ্জে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টি চলাকালে শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামে বজ্রপাতে কৃষক হাবিব ব্যাপারীর (৩৬) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের লিয়াকত ব্যাপারীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত কৃষক হাবিব বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ধান ক্ষেত জমিতে কাজ করছিলেন এবং সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালাকা কালো মেঘের তর্জন গর্জন হচ্ছিল। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, সকালে বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। স্থানীয় ইউপি চেয়ার্যমানের মাধ্যমে খোঁজ খবর নেয়া হয়েছে এবং ওই কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।