ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিঠাপুকুরে এসএসসি পরিক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষকের কারাদণ্ড

মিঠাপুকুরে এসএসসি পরিক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষকের কারাদণ্ড

রংপুরের মিঠাপুকুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় বৈরাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে হরহামেশাই প্রশ্ন ফাসেঁর ঘটনা ঘটছে।

গতকাল বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরিক্ষা চলাকালীন সকাল ১০:১৫ মিনিটে বহিরাগত কয়েকজন যুবকের মোবাইল ফোনে কেন্দ্রের ভিতর থেকে প্রশ্ন আসে। একটি ভিডিও বার্তায় দেখা যায় কেন্দ্রর নিকটে শমেসের চায়ের দোকানে বসে হোয়াইটস্ আ্যাপ ব্যাবহার করে উত্তরপত্র কেন্দ্রের ভিতর সরবরাহ করছেন।

বিদ্যালয়ের কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক আব্দুস সালাম সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে বিষয়টি অস্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন, একজন পরিক্ষার্থী পরিক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে মোবাইল ফোন নিয়ে বাথরুমে গেলে সাথে সাথে তার মোবাইল জব্দ করে ট্যাগ অফিসারের হাতে তুলে দেই।

অন্যদিকে উপজেলার এরশাদ মোড়ে বাশার এন্টার প্রাইজে ইংরেজি প্রশ্নের ফটোকপি করার সময় হাতেনাতে একজন শিক্ষককে আটক করা হয়।অভিযুক্ত খোড়াগাছ স্কুল এন্ড কলেজের সহাকারি শিক্ষক রবিউল ইসলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন,দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিউল ইসলামকে এক মাসের কারাদন্ডসহ ফটোকপি ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

রংপুর,প্রশ্ন ফাঁস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত