ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাহী প্রকৌশলীর শোক প্রকাশ

সিরাজগঞ্জে এলজিইডি বিভাগের প্রকৌশলী আতাউর আর নেই

সিরাজগঞ্জে এলজিইডি বিভাগের প্রকৌশলী আতাউর আর নেই

সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আতাউর রহমান (৫২) আর নেই। তিনি বৃহস্প্রতিবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি----রাজিউন)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি ওই অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এবং বেশ কিছুদিন ধরে নানা রোগে ভুগছিলেন। প্রায় দেড় সপ্তাহ আগে তিনি স্ট্রোক করেন এবং তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ভোররাতে সে মারা যায়। দুপুরে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে আসলে এক হৃদয় বিদায়ক দৃশ্যর অবতরণ ঘটে।

তার মৃত্যুর সংবাদে তাকে এক নজর দেখতে যান এলজিইডি নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারীরা। বাদ আছর জানাযা শেষে স্থানীয় কান্দাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন্য করা হয়েছে। তার জানাযায় নির্বাহী প্রকৌশলী ও এলজিইডি বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। এদিকে তার মৃত্যুতে নির্বাহী প্রকৌশলী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এলজিইডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত