ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাজার এলাকায় গাঁজার আসর বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা 

মাজার এলাকায় গাঁজার আসর বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার এলাকার বাঁশবাগানে আড্ডায় বসে অনেকে গাঁজা সেবনের দৃশ্য মিলেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা জানা যায়, ওই মাজারের বার্ষিক উরস ছাড়াও বিভিন্ন সময়ে অসহায়-গরিবদের খিচুড়ি খাওয়ানো হয়ে থাকে এবং এ ধরনের অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত-আশেকানরা সেখানে আসেন। এছাড়া এ অনুষ্ঠানে অনেক 'পাগল ভক্ত'ও আসেন। পাগলদের মধ্যে অনেকে গাঁজা সেবন করলেও একশ্রেণীর অসাধু ব্যক্তি এ সুযোগে ওই বাঁশবাগানে গাঁজার আসর বসিয়েছে।

অনেকে বলছেন, ওই মাজার এলাকায় এভাবে প্রকাশ্যে গাঁজা সেবনের ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই কিছু পাগলরা এমন আড্ডা বসিয়ে থাকেন এবং ওই মাজার সংশ্লিষ্ট কয়েকজন বলেন, এসব মাদকাসক্ত ব্যক্তিদের সরিয়ে দেয়া হলেও তারা কোনো কথা শোনেনা। এ আসরে জীর্ণশীর্ণ পোশাকধারীর পাশাপাশি পরিচ্ছন্ন পোশাকধারীও থাকেন এবং এ আসরে চলছে কাটাকাটি ও সে এক আনন্দে চলছে গাঁজা সেবন।

ওই মাজারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এসব মাদকসেবীর কাছে মসজিদ ও মাজার কর্তৃপক্ষ খুবই বিব্রত। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টায় এ অবৈধ আড্ডা বন্ধ করতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই মাজার এলাকায় গাঁজা সেবনের বিষয়টি নতুন নয়। তবে এ অবৈধ কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মাজার,গাঁজা,হস্তক্ষেপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত