ঢাকার আশুলিয়ায় একটি জুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টেঙ্গুরি নির্মাণটেক এলাকায় মোল্লা এন্টারপ্রাইজের জুটের গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টেঙ্গুরি এলাকায় একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও ২টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ওই জুট গোডাউনের সনস্ত মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এছাড়া আগুনের এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না, রিপোর্ট তৈরী হচ্ছে পরে জানানো যাবে বলেও জানান তিনি।