ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

কাপাসিয়ায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

"সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সাভার মধ্যে দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় ৬ষ্ঠ ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১টায় কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. আমানত হোসেন খান।

সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা ফকির, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মেহেরুন্নেসা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নতুন ভোটার গন। এ সময় এন আইডির বিভিন্ন গুরুত্ব তুলে ধরা হয়।

কাপাসিয়া,ভোটার দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত