ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শ্যালকের হাতে দুলাভাইয়ের মৃত্যু 

সিরাজগঞ্জে শ্যালকের হাতে দুলাভাইয়ের মৃত্যু 

সিরাজগঞ্জ পৌর এলাকার রাণীগ্রাম মহল্লায় শ্যালক কর্তৃক কুপিয়ে জখম হওয়া দুলাভাই ইমরান হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ওই মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বিকেলে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার শ্যালক রাশেদুল ইসলাম (৩১)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার ওই হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে।

তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে এবং সেখানেই ময়নাতদন্ত করা হবে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় জড়িত শ্যালককে গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,শ্যালক,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত