ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজন করছে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত কনফারেন্স

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজন করছে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত কনফারেন্স

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্স।

আগামী ৩ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত ২ দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন সম্পর্কে শনিবার বিকেলে রবির একাডেমিক ভবন-৩ এ মিট দ্য প্রেস শিরোনামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্সের আহবায়ক ড. মোহাম্মদ তানভীর আহমেদের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শাহ্ আজম।

তিনি বলেন, মহান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর নেতৃত্বে আমরা যেমন স্বাধীন ভুখন্ড পেয়েছি তেমনি সাংস্কৃতিক পরিচয় লাভ করতে সক্ষম হয়েছি। আমরা যে আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক সম্মেলন করতে যাচ্ছি তার পশ্চাতে রয়েছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা। জননেত্রী শেখ হাসিনা শিক্ষা-গবেষণা ও সংস্কৃতিকে তৃণমূলে ছড়িয়ে দেয়য়ার জন্য রবি প্রতিষ্ঠা করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় রবি প্রথমবারের মতো এ কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে। কনফারেন্সকে সামনে রেখে রবি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হবে কনফারেন্সের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি বিশিষ্ট সংগীত শিল্পী চয়ন ইসলাম। কনফারেন্স বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান সংগীতজ্ঞ জনাব শেখ সাদী খান। দুপুরে রয়েছে রবির শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনা এবং বিকেলে 'বাংলা গানের পূর্বাপর: প্রসঙ্গ শাস্ত্রীয় সংগীত' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে প্রাবন্ধিক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়। সন্ধ্যায় দেশ-বিদেশের সংগীত বিশেষজ্ঞদের শাস্ত্রীয় সংগীতের পরিবেশনায় থাকবে ধ্রপদ (রাগ ভূপালী), খেয়াল (রাগ মুলতানি), তবলা লহড়া, বীণা বাদন এবং উচ্চাঙ্গ সংগীত। প্রখ্যাত বীণাশিল্পী পন্ডিত বিশখ শীলের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে কনফারেন্সের প্রথম দিনের কর্মসূচি।

দ্বিতীয় দিনে সকাল ১০টায় কর্মসূচি শুরু হবে কন্ঠসংগীত ও তবলা বাদন কর্মশালার মধ্যদিয়ে। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থাকবেন পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী (কলকাতা, ভারত), শুভ্রাংশু চক্রবর্তী (কলকাতা, ভারত)। বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রবি ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এরপর রবির পরিবেশনার মধ্যদিয়ে শেষ হবে এ আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্স।

রবীন্দ্র,কনফারেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত