ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নারীসহ ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে নারীসহ ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ পৌর এলাকার পৃথক দুটি মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের নারীসহ সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের কামরুল ইসলাম হাসান (২২), পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার ইমরান শেখ (৩২), ইনসান শেখ (২০), সয়াধানগড়া জগাইমোড় মহল্লার মুন্না শেখ (২৭) ও মুক্তি বেগম (৫০)।

র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর ও সোহাগ কল্যাণপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা ও ৮ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অটোরিক্সা, সিএনজিতে বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে ভাড়া নিয়ে এসব যানবাহন ছিনতাই করতো এবং পরবর্তিতে মালিকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ছিনতাই,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত