পাবনার সাঁথিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় আকসেদ আলী মন্ডল (৮৩) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাবনার ডেমরা-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাথাইলহাট বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা আকসেদ আলী মন্ডল উপজেলা নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের মৃত নওশের আলী মন্ডলের ছেলে। এ সময় একই গ্রামের জহুরুল ইসলাম (৩৫) শাহিদা খাতুন (৩৭) নূর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোল্লা (৩০) নামের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন আকসেদ আলী মন্ডল বড় পাথাইলহাট বাজারে একটি চায়ের দোকানে বসে স্থানীয়দের সাথে চা খাচ্ছিলেন। এ সময় ডেমরা থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী ট্রাকের চাকা পামচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকানের ভেতর ঢুকে পড়লে ঘটনাস্থলেই আকসেদ আলী মন্ডল মারা যান। এ সময় আরো চারজন আহত হন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্ত(ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে বীর মুক্তিযোদ্ধা আকসেদ আলী মন্ডল মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।