কিশোরগঞ্জে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেফতার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যাসহ একাধিক মামলার পলাতক  আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশের একটি চৌকস ঠিম। গ্রেফতারকৃত মো. দুলাল মিয়া (৫২) উপজেলার জিনারী ইউনিয়নের নামা জিনারী গ্রামের মৃত মইছ উদ্দিনের ছেলে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন আজ মঙ্গলবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, বেশ কয়েকদিন ধরেই উক্ত পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা করছিলাম আমরা। অবশেষে, তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার রঙ্গিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হোসেনপুর থানার এসআই মো. হাবিবুর রহমান, এসআই সুশান্ত চন্দ্র সরকার, এসআই মো. মিল্টন মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার হওয়া মো. দুলাল মিয়া তার ছোট ভাই মো. রফিক ওরফে রহিতের স্ত্রী রহিমা আক্তার (৪২) হত্যাকাণ্ডের মূল হোতা দ। এ ঘটনায় হোসেনপুর থানায় ২০২৩ সালের ১২ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার মূল হোতা হিসেবে এজাহার নামীয় আসামের সে।

এ ছাড়াও তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান ওসি।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে আসামি দুলাল মিয়াকে পুলিশ আদালতে প্রেরণ করে। পরে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।