নলকূপ স্থাপন করতে গিয়ে প্রাণ হারালো দুই ভাই

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ স্হাপনের সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া ও রাকিবুল হাসান। তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।

পুলশ ও স্থানীয়রা জানান, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া ও রাকিবুলসহ ১০-১২ জন শ্রমিক। সকালে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তারা। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত  ঘোষণা করেন।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এই  ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।