ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যে হাটে লাগেনা টাকা-কড়ি, হয়না দর কষাকষি 

যে হাটে লাগেনা টাকা-কড়ি, হয়না দর কষাকষি 

ভ্রাম্যমাণ একটি দোকানে থরে থরে সাজানো বাজার সামগ্রী। শিম, বেগুন, আলু, তেল, পেয়াজ, লবণ, মালসের মসলা, ডাল, চিনি, রসুন, ঝিঙ্গা, টমেটো, বাঁধা কপি, মরিচ, হাঁসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাজানো ১০ টি স্টল। উপকার ভোগীরা যার যার পছন্দ নিচ্ছে রোজার জন্য বাজার। এসব বাজার নিতে দিতে হচ্ছে না কোনো টাকা।

শুক্রবার (৮ মার্চ) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের বিপরীতে এই ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টের আয়োজন করে বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন।

বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো: আঃ গনি ফিতা কেটে ‘বিনামূল্যে বাজার বিতরণ' এর উদ্বোধন করেন। দোকানে সাজানো খাদ্য সামগ্রী সেখান থেকে বিনা পয়সায় নিজের প্রয়োজনীয় সবজি নিতে পেরে খুশি এলাকার নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন। এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি অসহায় এই মানুষ গুলোর।

উল্লেখ্য, ২০২০ সালে সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে করোনা মহামারী পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ঘরহীন মানুষকে ঘর উপহার দেয়া, ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তা, শীতবস্ত্র, টিউবওয়েল বিতরণসহ বিভিন্ন সমাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আয়োজনে উদ্বোধন করে সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো: আঃ গনি বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি । তারা যে কার্যক্রম করেছে এতে অসহায় মানুষদের রমজান ভালো ভাবে কাটবে। এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন বলেন, সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় সমাজের বৃত্তবানদের সহযোগিতায় অসহায় নিম্ন আয়ের এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

উপকার ভোগী সামছুন্নাহার (৪০) বলেন, কোনো টাকা ছাড়াই পরিবারের জন্য রমজানের বাজার কিনতে পেরেছি। কোন টাকা-পয়সা ছাড়া রমজানের বাজার পেয়ে অনেক ভালো লাগছে।

হাট,কষাকষি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত