ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রামাইল গ্রামের শরিফুল ইসলাম ওরফে জুয়েল মাহমুদ (২৭) ও গোবিন্দপুর তেঘরী গ্রামের আবু হানিফ ওরফে রুবেল (২৯)।

র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ২টি মোটরসাইকেল থামিয়ে ওই ২ জনকে গ্রেফতার করা হয় এবং সদর উপজেলার গটিয়া মেছড়া পূর্বপাড় গ্রামের সোহেল রানা ওরফে সাব্বির (২৭) বিশেষ কৌশলে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১৮৭ বোতল ফেন্সিডিল, নগদ ১ হাজার ৬২০ টাকা, ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল । এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ফেন্সিডিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত