রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মোঃ মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১১:২০ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসীল অনুযায়ী শনিবার (৯ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ০১ নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ১১ জন প্রার্থীর ৯টি ওয়ার্ডের প্রার্থীর প্রত্যেকের মোট প্রাপ্ত ভোট রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফারুক হোছাইন হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন আচরণবিধি মেনে গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জনগণ মনোনীত দোয়াত-কলম প্রতীকের প্রার্থী অত্র ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মফিজুর রহমান দোয়াত-কলম প্রতীকে ৩ হাজার ১ শত ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মোঃ রফিক পাটওয়ারী আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট।

এছাড়াও আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদার টেবিল ফ্যান মার্কায় পেয়েছেন ১ হাজার ২ শত ৫৬ ভোট পেয়েছেন। মোঃ সিদ্দিকুর রহমান  রজনীগন্ধ্যা মার্কায় ৯ শত ৬৫ ভোট পেয়েছেন। মোঃ রফিকুল ইসলাম চশমা মার্কায় পেয়েছেন ৯ শত ২১ ভোট। হাজী মোঃ আবুল কালাম ঘোড়া মার্কায় পেয়েছেন ৯ শত ১০ ভোট। মোঃ শাহজাহান মিয়া মোটর সাইকেল মার্কায় ৪ শত ৫৪ ভোট, মোঃ মনির হোসেন পাটওয়ারী ঢোল মার্কায় ৯৩ ভোট, মোঃ আক্তার হোসেন দুটি পাতা মার্কায় ৫৩ ভোট, মোঃ আনোয়ার হোসেন অটোরিক্সা মার্কায় ২২ ভোট এবং মোঃ আবুল কালাম ২৭ ভোট পেয়েছেন।

নির্বাচনে ভোট কেন্দ্রে ইউনিয়নের সর্বত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দের নেতৃত্বে সদস্যবৃন্দ ছিলেন অত্যন্ত তৎপর থাকায় ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা সহ সার্বিক পরিবেশ ছিল সন্তোষজনক। 

এদিন ভোট কেন্দু পরিদর্শন করেন,জেলা প্রশাসক  কামরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১ নং রাজারগাঁও উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪ শত ২৪ জন। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১১ হাজার ৫৫টি, বৈধ ভোটের সংখ্যা  ১০ হাজার ৯'শত ১২টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১ শত ৪৩টি।

 চেয়ারম্যান আব্দল হাদীর মৃত্যুর পর বাংলাদেশ নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করেন। তারই আলোকে চেয়ারম্যান পদে-নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সরজমিনে গিয়ে জানা যায়, ওয়ার্ড ভিত্তিক প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারগণ সু-শৃ্ঙ্খল পরিবেশে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়াও ১০ নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ডাটরা-শিবপুরে ০৯ নং ওয়ার্ডে মনসুর এর  মৃত্যুর পর বাংলাদেশ নির্বাচন কমিশন মেম্বার  পদটি শূণ্য ঘোষণা করেন। 

এখানে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মেম্বার (পুরুষ) পদে উপ-নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের প্রতীক ত্রুটি থাকায় নির্বাচন স্থগিত করা হয়।