প্রশাসন ও বনবিভাগের অভিযান

কক্সবাজারে ১০ একর বনভূমি দখলমুক্ত 

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১০:৪৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা লিংকরোডের সিরাজের ঘোনা এলাকায় দখলবাজ চক্রকে উচ্ছেদ করে ১০ একর বন ভূমি দখলমুক্ত করেছে প্রশাসন ও বনবিভাগ। কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি ) আরিফ উল্লাহ নিজামী এই অভিযানে নেতৃত্ব দেন। 

দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের সূত্র মতে, দীর্ঘদিন ধরে লিংকরোড  দক্ষিণ মহুরীপাড়া সিরাজের ঘোনা নামকস্থানে একটি চক্র বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে বনভূমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে  আসছিল। রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে এই স্থাপনা গুড়িয়ে দিয়ে প্রায় ১০ একর বনভূমিত দখলমুক্ত করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা অভিযানের সত্যাতা নিশ্চিত করে বলেন, লিংকরোড বনবিট এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত ৬ টি টিনের ঘর, ২ টি নবনির্মিত পানের বরজ উচ্ছেদ করা হয়। তিনি উচ্ছেদকৃত জমির পরিমান ১০ একর হবে বলে দাবি করেন। তিনি দখলবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

অভিযানে আরো অংশ নেয় সহকারী বনসংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ, বিট কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ ইসরাইল হোসেন, ফছিউল আলম শুভ, কামরুজ্জামান শুভন, ক্যাসিং-উ মারমা সহ পুলিশ, আনসার সিপিজি সদস্যগন।