নেত্রকোণায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১৬:২১ | অনলাইন সংস্করণ

  নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ হতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, বেলুন ওড়ানো, শোভাযাত্রা ও আলোচনা সভা।

সকাল ৯ টায় নেত্রকোণা কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র মু্ক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমানসহ অন্যরা। পরে বেলুন ওড়ানো ও শোভাযাত্রা শেষে শহরের পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।