সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানজীদা মুস্তারী এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ওই বাজারের আল মদিনা হোটেলকে ১৫ হাজার, খোকা দই-মিষ্টি ঘরকে ১৫ হাজার ও মেয়াদত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ইসলামীয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।