পাবনায় জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

গতকাল রবিবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল রহিম লালের  নেতেৃত্বে এসব অনুষ্ঠানে সহ-সভাপতি এমদাদ আলী বিশ্বাস ভুলু, সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী,  কার্যকরী সদস্য মোস্তাক আহমেদ আজাদ, কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পাবনা জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল করা হয়।